আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

কর্ণফুলী নদী ভরাট করে স্থাপনা নির্মাণ, জরিমানা ২ লাখ

মো. মহিউদ্দিন, কর্ণফুলী : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জুলাই ২০২৩ ১১:১৯:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

চট্টগ্রামের কর্ণফুলী নদী ভরাট করে স্থাপনা  নির্মাণের দায়ে আবুল বশর আবু নামে এক ব্যাক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

 

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার।

 

আবুল বশর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা ও আইএমএস গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা বলে জানা গেছে। 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার বলেন, চরপাথরঘাটা ইউনিয়নের বাংলা বাজার ঘাট এলাকায় কর্ণফুলী নদী ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাই। ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতাও পাই।

 

পরে নদী দখলে জড়িত আইএমএস গ্রুপ অফ কোম্পানির কর্মকর্তা আবুল বশরকে ২লাখ টাকা জরিমানা করা হয়। তবে আবুল বশর ঘটনাস্থলে না থাকায় স্থাপনা নির্মাণের কাজে দায়িত্বরত পেয়ার আহমেদ নামে এক ব্যাক্তি অর্থদণ্ড পরিশোধ করেন। 

 

ম্যাজিস্ট্রেট বলেন, একই সঙ্গে নদী ভরাট করে যে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল তা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা জমির পরিমাণ প্রায় ২৫ শতক। কর্ণফুলী নদী রক্ষাতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন জানান তিনি।