আনোয়ারায় উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে ঝাড়– মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা যুবদলের পদ বঞ্চিতরা। গতকাল শুক্রবার বিকালে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে টানেল সংযোগ সড়ক চত্ত্বরে এ মিছিল ও সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা শাহাব উদ্দিন, আমিনুল হক আমিন, জিয়াউল কাদের জিয়া, নুরুল আলম, ছৈয়দুল হক, মোরশেদ আলী, নুরুল কবির,শামসুল হুদা ফাহিম, আমিন, খালেদ মোরশেদ সোহেল, ওসমান মেম্বার, নিজাম,মনছুর, মানিক, জাহিদুল ইসলাম সুমন, আরফাতুর রহমান, শফিউল্লাহ, খোকন,সাগর প্রমুখ।
বক্তারা সমাবেশে বলেন, অর্থের বিনিময়ে কমিটি ঘোষণা করছে। এই কমিটি তৃণমূলের নেতা কর্মীরা প্রত্যাক্ষান করেছে। অভিলম্বে এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা না করলে তাদের অবাঞ্চিত ঘোষণা করা হইবে।