আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

কক্সবাজারের আরেক ফটোগ্রাফার আটক

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ ০৬:০৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট চুরি করে ছবি তুলতে গিয়ে তহিদুল ইসলাম (৩০) নামে এক ফটোগ্রাফার ট্যুরিস্ট পুলিশের হাতে ধরা পড়েছেন। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।  

আটককৃত তহিদুল ইসলাম চকরিয়া উপজেলার উত্তর লক্কারচর এলাকার আক্তার হোসেনের ছেলে। 

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম আটকের বিষয়টি ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, আমাদের কাছে খবর আসে কয়েকজন অবৈধ ফটোগ্রাফার সৈকতে চুরি করে ছবি তুলছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তহিদুল ইসলামকে আটক করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, সৈকতের প্রত্যেকটি পয়েন্টে আমাদের হেল্প ডেস্ক রয়েছে। কক্সবাজারে ভ্রমণে আসা ট্যুরিস্টদের অনুরোধ যেকোনো হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিন। 

এর গত শনিবার (১৬ জুলাই) কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা এক পর্যটককে অতিরিক্ত ছবি তুলে হয়রানির অভিযোগে মো. ইউনুস (২৪) নামে এক ফটোগ্রাফারকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।