চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব আওলাদে রাসুল (স.) আল্লামা মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী বলেছেন, যে ব্যক্তি সত্য বলতে ভয় পায়, সে বোবা শয়তান। ইসলাম পণ্য নয়। একটা শ্রেণি ইসলামকে বিকৃত করে পয়সা লুটে নিচ্ছে। পকেট ভারি করছে। অপশক্তির বিরুদ্ধে ওলামায়েকেরামদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, আহলে হাদিসরাই বর্তমান সময়ে ইসলামের বড় দুশমন। ইসলামের নামে তারা বিভেদ সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে সমাজ ধ্বংস হয়ে যাবে। ফেতনাবাজদের বয়কট করতে হবে। রবিবার (৬ নভেম্বর) রাতে কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স প্রাঙ্গণে বড়পীর আবদুল কাদের জিলানী (রহ.) এর ইছালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী এসব কথা বলেন। আনজুমনে ইত্তেহাদ কক্সবাজার জেলা শাখা আয়োজিত মাহফিলে তিনি আরো বলেন, রাসুল (সঃ) এর সুন্নত অনুসরণের মধ্যেই দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ সম্ভব। শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফতের সঠিক রীতি অনুসরণ ব্যতীত অন্য পথে মুক্তি আশা করা অসম্ভব। হক কথা বলতে মুসলমানদের ভয় কিসের? প্রশ্ন আওলাদে রাসুলের। তিনি বলেন, চাকরি থাক বা যাক, হক কথা বলতেই হবে। না হলে কেয়ামতের দিন পার পাওয়া যাবে না। আওলাদে রাসুল আনোয়ার হোসাইন তাহের জাবেরী আক্ষেপ করে বলেন, বর্তমানে শতশত আলেম কারাগারে। কি কারণে তারা কারাবন্দী? তাদেরকে ঠিক মতো খাবার দেওয়া হয় না। নামাজ পড়তে পারে না। এই জুলুমের বিচার হবেই, হবে। আমরা অন্যায়ের প্রতিবাদ করেই যাব। যেসব আলেম ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হবে না তাদের বয়কট করার আহবান জানান আওলাদে রাসুল। বায়তুশ শরফের রাহবার আল্লামা আব্দুল হাই নদভীর সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা কাজী নাসির উদ্দিন, আলহাজ্ব মাওলানা মামুনুর রশিদ নুরী, আলহাজ্ব মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা লোকমান হাকিম জিহাদি, মাওলানা ইসমাইল হানাফী, মাওলানা মহিউদ্দিন মাহবুব, মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী, মাওলানা ইমরান সাঈদ, মাওলানা জিয়াউল করিম জিয়া, মাওলানা রিদুয়ানুল হক নিজামী। মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এমএম সিরাজুল ইসলাম। বায়তুশ শরফ জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আজিজুল হক। এছাড়া চুনতি হাকিমিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হক, বর্তমান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ফারুক হোছাইন, লোহাগাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ডঃ আব্দুল কাদের নিজামীসহ বরেণ্য আলেমগণ উপস্থিত ছিলেন।