আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

ওমানে আটক বাংলাদে‌শি এম‌পি মুচলেকায় মুক্ত

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ অগাস্ট ২০২৩ ০৯:০২:০০ পূর্বাহ্ন | জাতীয়

 

ওমানে রাজনৈতিক সভায় যোগ দেওয়ায় সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন সংরক্ষিত আসনের (চট্টগ্রাম) সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। প্রায় ১৮ ঘণ্টা আটক থাকার পর মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপে তিনি মুক্ত হয়েছেন।

 

মাস্কাটের বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ‌্য জানা গেছে। দূতাবাসের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার (১ আগস্ট) মাস্কা‌টের স্থানীয় হাফফা হাউস হোটেল থেকে সনি আটক হন। তি‌নি আওয়ামী লীগের ওমান শাখার নেতাকর্মীদের সঙ্গে ওই হোটেলে একটি রাজনৈতিক বৈঠক করছিলেন। স্থানীয় পুলিশ খবর পেয়ে সভাটি বন্ধ করে দেয় এবং তাকে আটক করে। পরে দূতাবাসের হস্তক্ষেপে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

 

 

খাদিজাতুল আনোয়ার আওয়ামী লীগ থেকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হন। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি তিনি শপথ নেন। সনি চট্টগ্রামের ফটিকছড়ির প্রয়াত সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে।