আজ রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

ওমরাহ হাজীরা সৌদিতে যেকোন এয়ারপোর্ট মাধ্যমে ভ্রমণ করতে পারবেন

খলিল চৌধুরী,সৌদি আরব : | প্রকাশের সময় : রবিবার ৪ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩৭:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ হাজীদের সৌদিতে প্রবেশ এর জন্য কোন নির্দিষ্ট এয়ারপোর্ট ব্যবহার করার বাধ্যবাধকতা নেই। ওমরাহ হাজীরা সৌদি আরবের যেকোন প্রদেশ এর যেকোন আন্তর্জাতিক এয়ারপোর্ট  মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

ওমরাহ হাজীরা সৌদি আরবের যেকোন এয়ারপোর্টের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন বলে হজ মন্ত্রণালয় জানিয়েছে।

ওমরাহ ভিসার মেয়াদ ৯০ দিন। ভিসার মেয়াদ থাকা অবস্থায় উমরাহ হাজীরা সৌদি আরবের মক্কা, মদিনা থেকে শুরু করে যেকোন শহরে ভ্রমণ করতে পারবেন।

 

দেশটির হজ মন্ত্রণালয় আরো জানিয়েছে, ওমরাহ হাজীদের ইলেকট্রনিক মাধ্যমে উমরাহ প্রোগ্রাম এর জন্য আবেদন করতে হবে। উমরাহ হাজীদের ইতামারনা এপ্লিকেশনের মাধ্যমে ওমরাহ হজের জন্য আবেদন করতে হবে এবং সেখানে তিনি করোনা আক্রান্ত নন  এব্যাপারে তথ্যাবলী প্রদান করতে হবে। ইতামারনা এপ্লিকেশনে রেজিস্ট্রেশন করে ওমরাহ পারমিট গ্রহণ করার জন্য ওমরাহ হাজীর সৌদি আরবে প্রবেশ এর ভিসা থাকতে হবে।