আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

এবার সুপার বোল্ড লুকে মধুমিতা

নিউজ ডেস্ক : | প্রকাশের সময় : শুক্রবার ১০ মার্চ ২০২৩ ১১:১২:০০ পূর্বাহ্ন | বিনোদন

ভারতীয় সিরিয়ালে বুদ হয়ে থাকেন অসংখ্য বাংলাদেশি। এসব সিরিয়ালের দর্শকের বড় একটি অংশই বাংলাদেশে। যার ফলে এপারেও ব্যাপক জনপ্রিয় সিরিয়ালের তারকারা। তেমনি কলকাতার জনপ্রিয় এক সিরিয়ালের পাখি চরিত্রে ব্যাপক প্রশংসা কুড়ান ওপারে বাংলার মধুমিতা সরকার। দুই বাংলায় সমানতালে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন তিনি।

বর্তমানে ওটিটি থেকে বড়পর্দা দাপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। মধুমিতার অভিনয়ের পাশাপাশি স্টাইলিং নিয়েও কিন্তু জোর চর্চা চলে। অধিকাংশ সময়েই বোল্ড আউটফিটে দেখা যায় তাঁকে।

 

সম্প্রতি মধুমিতা তার সুপার বোল্ড লুকের একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আর সেই ছবিতে মেতেছেন ভক্ত ও নেটিজেনরা।

ছবিতে দেখা যায়, কালো রঙের স্লিভলেস একটি টপ পরেছিলেন মধুমিতা। এই টপের বুকের কাছে একেবারেই ট্রান্সপারেন্ট। সবচেয়ে বেশি আকর্ষণীয় হল টপের কাট। গলার কাট খুবই সুন্দর। এই কালো রঙের বডি ফিটিং টপের সঙ্গে ডেনিমের হাই ওয়েস্ট বয়ফ্রেন্ড জিন্স পরেছেন মধুমিতা। সঙ্গে পয়েন্টেড হিল। চুলে সুন্দর করে ব্যাক ব্রাশ করে ওয়েভি টাচ দিয়েছেন। সঙ্গে ছিল মানানসই মেকআপ।

 

শুধু পোশাক আর ফ্যাশন নয়, মধুমিতা যেভাবে ক্যামেরায় পোজ দিয়েছেন তাতেই একেবারে কাত দর্শক। আর মধুমিতার এমন লুকও কিন্তু খুবই সাধারণ।