আজ সোমবার ৬ মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১

এইচএসসি’র ফলাফলে সন্দ্বীপে বিপর্যয় পাশের হার ৬৩.০৪ জিপিএ ৫ পেয়েছে ১৩ জন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ : | প্রকাশের সময় : রবিবার ২৬ নভেম্বর ২০২৩ ০৮:৩২:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরিক্ষায় সন্দ্বীপ উপজেলার ৬ টি কলেজ ও তিনটি ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ১৬৩৭ জন পাশ করছে ১০৩২ জন গড় পাশের হার ৬৩.০৪, রবিবার ২৬ নভেম্বর  বেলা ১২ টায় সারাদেশে এক সাথে উক্ত পরিক্ষায় ফল প্রকাশিত হয়। গত বছরের তুলনায় সন্দ্বীপে এবার ফলাফল বিপর্যয় হয়েছে। গতবছর পাশের হার ছিল ৬৭.১৭ জিপিএ ৫ পেয়েছিল ৪৪ জন, এবার মাদ্রাসা থেকে কেউ জিপিএ ৫ পায় নি, যা গতবছর ও কোন মাদ্রাসা ছাত্র জিপিএ ৫ পায়নি। 

এবার সবচেয়ে খারাপ ফলাফল সন্দ্বীপ সরকারি হাজী আবদুল বাতেন কলেজ, পাশের হার ৫০.৪৩ সবচেয়ে ভাল ফলাফল করছে কাটঘর ইসলামী ফাজিল মাদ্রাসা  পাশের হার ৮১.৮২। 

 

ফলাফলে দেখা যায় সরকারি হাজী আবদুল বাতেন কলেজে মোট পরিক্ষার্থী ৪৬৪ পাশ করছে ২৩৪ পাশের হার ৫০.৪৩ জিপিএ ৩ পেয়েছে ৫ জন। মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজে মোট পরিক্ষার্থী ৩৬২ পাশ করছে   ২৩৭  জান পাশের হার ৬৫.৪৭ জিপিএ ৫ পেয়েছে ৬ জন  । সাউথ সন্দ্বীপ কলেজে মোট পরিক্ষার্থী ৩৪৮ জন পাশ করছে ২৪১ জন পাশের হার ৭১.৫৫ জিপিএ ৫ পেয়েছে ২ জন। মগধরা স্কুল এন্ড কলেজে মোট পরিক্ষার্থী ৪১ জন পাশ করছে ৩০ জন পাশের হার ৭৩ .১৭জিপিএ ৫ পেয়েছে ১ জন। আবুল কাশেম হায়দার মহিলা কলেজে মোট পরিক্ষার্থী ৮৩ জন পাশ করছে ৫৪ জন পাশের হার ৬৭.৫০ জিপিএ ৫ পেয়েছে ১জন । বশিরিয়া আহমেদীয়া আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসার মোট পরিক্ষার্থী ৪৫ন জন পাশ করছে ৩০ জন পাশের হার ৬৬.৬৭ জিপিএ ৫ নেই।

 

সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মোট পরিক্ষার্থী ১৯ জন পাশ করছে ১১ জন পাশের হার ৫৭.৮৯ জিপিএ ৫ নেই। কাটঘর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মোট পরিক্ষা ৫৫ জন পাশ করছে ৪৫ জন পাশের হার ৮১.৮২।



সবচেয়ে জনপ্রিয়