আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১১ ফেব্রুয়ারী ২০২২ ০৫:৪২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর বদলীজনিত উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোঃ রেজাউল হাসান।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোঃ শরিফের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ নুরের জামান চৌধুরী। 

বিদায় অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, চিকিৎসা কর্মকর্তা ডা. নাসরিন সুলতানা, ডা. গোলাম মারুফ, ডা. মামুনুল হক, সিনিয়র নার্স ইনচার্জ রাশেদুল ইসলাম,সিনিয়র স্টাফ নার্স ফারবিন আকতার, প্রধান হিসাবরক্ষক নাছির উদ্দিন, ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান প্রমূক বক্তব্য রাখেন। 

কুতুবদিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) হিসেবে পদন্নোতি পেয়েছেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী, সিএইচসিপিসহ স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।