আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

উপজেলা চেয়ারম্যান পরিদর্শনে এসে দেখেন ১৪ জন ডাক্তারই অনুপস্থিত

=নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : বুধবার ২৬ জুন ২০২৪ ০৭:১৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নানা সমস্যা, অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে অহরহ। এসব অভিযোগের বিষয়ে বুধবার (২৬জুন) দুপুরে পরিদর্শনে আসেন আনোয়ারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক। এসময় হাসপাতালে দায়িত্বরত ১৮ ডাক্তারের মধ্যে ১৪ জনকেই হাসপাতালে পাওয়া যায়নি বলে জানান উপজেলা চেয়ারম্যান তবে এসব ডাক্তাররা দায়িত্ব শেষ করে আগেভাগেই হাসপাতাল থেকে চলে গেছেন বলে জানিয়েছেন আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুনুর রশীদ।

জানা যায়, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে মানুষের অভিযোগের শেষ নেই। চিকিৎসকের অবহেলা, নার্সদের অসৌজন্যমূলক আচরণ, বিদ্যুৎ, পানি সমস্যা, রোগীকে ভর্তি না করিয়ে পাঠিয়ে দেওয়াসহ নানা সমস্যায় মানুষ প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করে। কোন কোন সময় রোগীর স্বজনদের সাথে হাতাহাতির ঘটনাও ঘটে। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে পরিদর্শনে আসেন উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। 

রোগীর স্বজন আবদুল খালেক জানান,  এখানে সেবা না পেলেও কাউকে বুঝাতে পারিনা, জনপ্রতিনিধিরা এভাবে দেখতে আসলে ভাল হয়।

 

পরিদর্শনের বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মুজাম্মেল হক জানান, বিভিন্ন অভিযোগের পেক্ষিতে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করি। হাসপাতালে গিয়ে দেখা যায় দায়িত্বরত ১৮ ডাক্তারের মধ্যে ১৪ জনই হাসপাতালে নাই। এছাড়া হাসপাতালে জেনারেটর সমস্যা রয়েছে। পানির সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে হাসপাতালে। হাসপাতালে দাতের চিকিৎসার অনেক যন্ত্র নষ্ট হয়ে গেলেও দাতের ট্রিটমেন্ট হচ্ছে না।

 

এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মামুনুর রশীদ বলেন, আসলে ডাক্তাররা অনুপস্থিত ছিলেন এমন না, ১টা ৪০ মিনিটের দিকে চেয়ারম্যান মহোদয় হাসপাতালে পৌঁছেছিলেন তখন হয়তো ডাক্তাররা হাসপাতাল থেকে বের হয়ে গেছে। নিয়ম অনুযায়ী কয়টা পর্যন্ত ডাক্তারদের হাসপাতালে থাকতে হয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিয়ম অনুযায়ী ডাক্তারদের আড়াইটা পর্যন্ত থাকা উচিত।