উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হারুনর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়। অফিস সহকারী মুন্সি আব্দুর রব সৌরভ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি মিসেস হাসিনা জাফর চৌধুরী,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এড. আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন উক্ত কলেজের সহকারী অধ্যাপক অজিত কান্তি দাশ, নিলুমণি শর্মা,সবুজ কান্তি দে, জালাল আহমদ,ইয়াকুব নবী, সান্টু চৌধুরী, গিয়াস উদ্দীন চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতায় মিসেস হাসিনা জাফর চৌধুরী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার নিমিত্তে স্মার্ট নাগরিক,স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজের যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে অন্যতম শক্তি হচ্ছে মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক। কাজেই এই মানবিক গুণাবলি অর্জনের জন্য প্রয়োজন সুশিক্ষা গ্রহণ করা।