আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

উত্তর ছদাহা রশিদিয়া নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : রবিবার ১০ মার্চ ২০২৪ ১০:২৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া উত্তর ছদাহা মধু মাকেট নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার  অভিভাবক সমাবেশ ও কোরআন বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয় পরিচালনা কমিটির সভাপতি ১ নং ওয়ার্ডের মেম্বার মুজিবুর রহমান মুজিবর সভাপতিত্বে সেক্রেটারী মোঃ দেলোয়ার হোসেন সাকীর উপস্থাপনায় সম্পন্ন হয়েছ। সামাবেশর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী। বিশেষ অথিতি  ছিলেন ২ নং ওয়ার্ডের মেম্বার তৌহিদ ইসলাম। ছদাহা ইউনিয়ন তাতী লীগের সাধারণ সম্পাদক এইচ এম হারুন, উঃ ছদাহা দারুল আমান মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হক, উপদেষ্টা পর্ষদের সদস্য মহিউদ্দীন, পরিচালনা পর্ষদের সদস্য মৌলানা কারী আয়ুব, সহ সেক্রেটারী মোঃ ছাদেক, ঠিকাদার ইয়াছিনও হাফেজ মাওলানা হেলাল উদ্দীন, ব্যাংকার জাকারিয়া। মাষ্টার শোয়াইব পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান মুজিব বলেন মহাগ্রন্থ পবিত্র আল কোরআন এর প্রথম আয়াত পড় তোমার প্রভুর নামে যিনি তুমাকে সৃষ্টি করেছেন সেই আয়াতের প্রতি ফলন হবে। আপনার সন্তান কে যদি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করেন, এই মাদ্রাসা কোন ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্টান নই এটা মানব কল্যাণের জন্য যাতে আজকের শিশুরা আগামী দিনে ধার্মিকতাকে প্রধান্য দিয়ে নিজের জীবনকে পরিচালিত করে যাতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, একমাত্র আদর্শবান পিতা মাতাই পারে তাদের সন্তান কে মানুষের মত মানুষ করতে। যেন সকালে উঠে ফজরের নামাজ পড়ে ছেলে মেয়ে কে নাস্তা করিয়ে সুন্দর পরিপাটি পোশাক পরিয়ে গায়ে পারফিউম লাগিয়ে মাদ্রাসায় পাটাতে হবে, যদি জীবন হয়ে যাবে এলোমেলো।