আজ বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১

ঈদগাঁওয়ের জালালাবাদে ২ গরুসহ চোর আটক

ঈদগাঁও প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ ০৬:৪৩:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের ঈদগাঁওয়ের জালালাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মোহন ভিলা এলাকা থেকে ২টি গরুসহ মনজুর আলম (৩০) নামের এক চোরকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ।

২০ ডিসেম্বর রাতে বর্নিত এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এ চোরকে আটক করে।পুলিশের দাবী গরু চোরের একটি বড় সেন্ডিকেটের তালিকা পুলিশের তালিকায় রয়েছে।১৯ তারিখ গভীর রাতে বৃদ্ধার (বিধবা মহিলার)২টি গাভী গরু চুরি করে গাড়ীতে তুলতে না পেরে একটি বাগানে বেধে রাখে। পরদিন ২০ ডিসেম্বর গাড়ী যোগে অন্যত্রে নিয়ে যাওয়া প্রস্তুতি নেয়ার পথে পুলিশের জ্বালে ধরা  এক চোর।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাপর চোরেরা পালিলে যায়।আটক কৃত গরু চোর পুর্ব মোহন ভিলা গ্রামের মোঃ ইসলামের পুত্র।অভিযানে ঈদগাঁও থানা ও,সি আব্দুল হালিমের নেতৃত্বে এস আই শামিম আল মামুন সহ একদল পুলিশ।  স্থানীয় জনতার দাবী বৃহত্তর ঈদগাঁতে একটি গরু চোরের সেন্ডিকেট রয়েছে, ওই চোরেরা ঘরে তালাবদ্ধ থাকা গরু গুলো ইতিপুর্বে ঈদগাঁওর বিভিন্ন স্থান থেকে চুরি করে এমনকি প্রকাশ্যে অস্ত্র দিয়ে গরুর মালিকদের জিন্মি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

এদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী।বর্তমানে গরু ২টি পুলিশ হেফাজতে রয়েছে।