আজ শুক্রবার ১০ মে ২০২৪, ২৬শে বৈশাখ ১৪৩১
আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে

ঈদগাঁওতে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার | প্রকাশের সময় : বুধবার ২ নভেম্বর ২০২২ ১০:৩০:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের ঈদগাঁও থেকে আইন আইন-শৃঙ্খলা বাহিনীর লোক পরিচয়ে মোঃ শাহজাহান নামের ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ৮ দিনেও সন্ধান মেলেনি। পরিবারের অভিযোগ, থানা কর্তৃপক্ষ সঠিক তথ্য দিচ্ছে না। উদ্বেগ-উৎকণ্ঠার দিন কাটছে তাদের। নিখোঁজ পিতার জন্য কাঁদছে অবুঝ শিশু। সন্তানের পথ চেয়ে বৃদ্ধ মা-বাবা পাগল প্রায়। ১ নভেম্বর সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকে ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ভিকটিম মোঃ শাহজাহানের পরিবারের সদস্যরা। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে স্ত্রী রিনা আফরোজ বলেন, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় স্বামী মোঃ শাহজানকে ঈদগাঁও বাসস্টেশনস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান 'তাবাচ্ছুম টেলিকম' থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের পোশাকধারীসহ সাদা পোশাকধারী কয়েকজনকে দেখেছে স্থানীয় ব্যবসায়ীরা। তারা মোঃ শাহজাহানকে দোকান থেকে বের করে চট্টগ্রামমুখি গাড়িতে করে তুলে নিয়ে যায়। পার্শ্ববর্তী ব্যবসায়ীদের মাধ্যমে ঘটনাটি জানলে পরিবারের পক্ষ থেকে ঈদগাঁও থানায় যোগাযোগ করা হয়। ঘটনা সম্পর্কে অবগত বললেও বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ। নিরুপায় হয়ে থানায় জিডি করতে গেলে জিডি নেয়নি। বরং উল্টো 'ফিরে আসবে' বলে অভয় দিয়ে আইনের আশ্রয় না নেওয়ার জন্য বলেন। ঘটনার ৮ দিন অতিবাহিত হলেও শাহজাহানের কোন সন্ধান না পাওয়ায় বৃদ্ধ বাবা-মা, দুই শিশু সন্তান নিয়ে চরম অনিশ্চয়তা ও আতংকের মধ্যে দিন কাটছে পরিবারের। ভিকটিম মোঃ শাহজাহান পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী গ্রামের আবদুল হাকিমের ছেলে। স্ত্রী রিনা আফরোজ বলেন, শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগে মামলা থাকলে সংশ্লিষ্ট আইনে থানায় সোপর্দ করা হোক। এভাবে গোপন করে রাখা মানবাধিকারের লংঘন। নিখোঁজের বিষয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে শাহজাহানের ভাই আবদুর রহিম বলেন, থানার উর্ধতন কর্মকর্তার সাথে বারবার যোগাযোগ করা হয়। তারা বারবার 'ফিরে আসবে' বলে আশ্বস্ত করেন। কিন্তু জিডি নেন নি। বরং আইনের আশ্রয় না নেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ঘটনার সময় এসআই মিরাজ উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছে। তাই তার সাথে মোবাইলে যোগাযোগ করা হয়। তিনি প্রথমে 'কিছু জানেন না' জবাব দেন। পরে বলেন, যতটুকু জানেন, তা শাহজাহানের পরিবারকে অবহিত করা হয়েছে।