কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলা ও কক্সবাজার সদর উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৪ টা’য় জাতীয় সংসদ ভবনের হুইপ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ওই আহ্বায়ক কমিটি অনুমোদিত হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।
এসময় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, জাতীয় সংসদের হুইফ আবু সাইয়েদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় আ’লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, আ’লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সাহাব উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রামু কক্সবাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা , সাবেক সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন বৈঠকে উপস্থিত ছিলেন বলেও সূত্রটি জানিয়েছে।
ঈদগাঁও উপজেলার নবগঠিত কমিটিতে আহবায়ক মনোনীত হয়েছেন কক্সবাজার সদর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আবু তালেব। যুগ্ন আহবায়কগন হলেন যথাক্রমে-হুমায়ুন কবির চৌধুরী হিমু, মহিদুল্লাহ মুহিদ এবং জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।
আহবায়ক কমিটির সদস্য সংখ্যা হচ্ছে ৫১ জন। অপরদিকে কক্সবাজার সদর উপজেলা আ’লীগে আহবায়ক মনোনীত হয়েছেন সাবেক সদর উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল মেয়র মাহমুদুল করিম মাদু। যুগ্ন আহবায়ক মনোনীত হয়েছেন খুরুস্কুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, এডভোকেট ছৈয়দ মোঃ রেজাউর রহমান এবং ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান।