আজ বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১

আ.লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য হলেন আবদুল জব্বার চৌধুরী

চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২১ অক্টোবর ২০২৩ ০৭:২১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের তিন বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয়  ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২১  অক্টোবর )  বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক বাগিছাহাট চত্বরে হাশিমপুর ইউপি পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী তরুন সমাজ সেবক বদিউল আলমের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, হাশিমপুর ইউপি সদস্য মোহাম্মদ আলী, আহমদ শফি, রহমতুল্লাহ মেম্বার,  ছাত্রলীগ নেতা ইমরান,রবিউল,নাজিম,সহ আওয়ামী লীগ যুবলীগ,ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা বলেন,উপজেলা পরিষদের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শ ধারণ ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশিত দলীয় কর্মসূচি পালনের পাশাপাশি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখেন। এছাড়াও ছাত্রজীবনে গাছবাড়িয়া সরকারি কলেজের ছাত্রলীগের প‍্যানেলে জিএস নির্বাচিত হয়েছিলেন তিনি।