বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলমের মা নুর বাহার বেগম (৮৮) আর নেই।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ….রাজিউন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘ দিন ধরে শারিরীক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
আগামীকাল শুক্রবার বাদে জুমা আমির ভান্ডার দরবার শরীফ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিল, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান,পটিয়া পৌরসভার মেয়র মো.আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য এম এ রহিম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম ও সাধারণ সম্পাদক এম এন এ নাছির, উপজেলা যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী ও যুগ্ন আহবায়ক ইমরান উদ্দিন বশির, পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী।