আজ বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১

আনোয়ারায় ৫০০ লিটার মদসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১০:১৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় ৫০০ লিটার মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হল, কর্ণফুলী উপজেলার দৌলত পুর এলাকার বাসিন্দা মো. সাদিকের পুত্র 

মো: নাজির (৩৮), মো. হোসেনর পুত্র নুরুল আলম (২৬) ও বান্দরবান জেলার শোয়ালক বাজার এলাকার মো. সোনা মিয়ার পুত্র মো: জাহেদ (২১)। এসময় মাদক পরিবহনের দায়ে একটি মিনি ট্রাকও জব্দ করা হয়। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ বলেন,  গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ ৫০০ লিটার মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে। মাদক পরিবহনের ট্রাকটিও জব্দ করা হয়। তারা বান্দরবান থেকে বিক্রির উদ্দেশ্য এসব মাদক আনোয়ারায় এনেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।