আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

আনোয়ারায় ৩৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, আনোয়ার : | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ১০:০২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় মনোনয়ন  প্রত্যাহারের শেষদিনে রবিবার(১৯ ডিসেম্বর)৩৯ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ ও সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেয়।  তবে সংরক্ষিত মহিলা সদস্য পদে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, রবিবার নির্বাচনী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে উপজেলার বৈরাগ ইউনিয়ন ৪ ইউপি সদস্য, বারশত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম চৌধুরী বাবুল ও সমীরন নাথসহ  ৩ ইউপি সদস্য,রায়পুর ্ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ছালামত উল্লাহ চৌধুরীসহ ২ ইউপি সদস্য, বটতলী ইউনিয়নে ৪ ইউপি সদস্য, বরুমচড়া ইউনিয়নে ১ ইউপি সদস্য, বারখাইন ইউনিয়নে ২ ইউপি সদস্য,আনোয়ারা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী স্বপন ধরসহ ৭ ইউপি সদস্য, চাতরী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সামশুল ইসলাম চৌধুরীসহ ৫ ইউপি সদস্য এবং পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলীসহ ৫ ইউপি সদস্য তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। তবে হাইলধর ইউনিয়নে কেও মনোনয়ন পত্র প্রত্যাহার করেনি।

আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার খালেদ জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে উপজেলার ১০ ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ও ৩৩ জন ইউপি সদস্য তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার কওে নেয়।