আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

আনোয়ারায় স্থানীয় সরকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ ০৬:২২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
আনোয়ারায় স্থানীয় সরকার দিবসে র‌্যালী ও উদ্বোধন

 “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই শ্লোগানে আনোয়ারায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার(১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও  উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

উপজেলা প্রকৌশলী তসলিমা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়–য়া, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াংকা চাকমা, সাংবাদিক এম. আনোয়ারুল হকসহ বিভিন্ন দফতর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে উন্নয়ন মেলার আয়োজন করা হয়। মেলায় ১৪ ষ্টলে নিজ নিজ দপ্তরের সরকাররে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা পরিদর্শন করেন।