আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আনোয়ারায় বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : সোমবার ১৩ নভেম্বর ২০২৩ ০৭:২৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
গুণীজন সংবর্ধনায় ক্রেস্ট দিচ্ছেন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ

আনোয়ারায় বোয়ালিয়া বারশত উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকালে উপজেলার বারশত ইউনিয়নের কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। বারশত ইউপি চেয়ারম্যান ও সংবর্ধনা কমিটির আহবায়ক এম.এ কাইয়ূম শাহ্'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তাফা কামরুল আখতার। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নারায়ন বরণ সরকার।

সংবর্ধিত অতিথি ছিলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নারায়ন চন্দ্র নাথ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ¦ আবদুল হাকিম।

বিশেষ অতিথি ছিলেন, শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাংগুলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য এম এ হান্নান চৌধুরী মঞ্জু,আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, সহ সভাপতি আনোয়ার হোসেন কন্ট্রাক্টর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কাজী আবদুল হান্নান, পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম, সমাজ সেবক ও শিক্ষানুরাগী এমএ রশিদ, এম. আলমগীর হোসেন, প্রবাসী নরুন্নবী আলী, ডিআইএম জাহাঙ্গীর আলম, সমর কান্তি নাথ, মোক্তার আহমদ, মৌলানা রফিক আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে ব্ক্তারা বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন, শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে অধুনিক শিক্ষা কার্যক্রম চালু করেছে। নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সরাসরি অংশ গ্রহণের সুযোগ করে দিয়েছে। এই কারিকুলাম প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে জাতিকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতা করবে।  এজন্য শিক্ষক শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসতে হবে। ছেলে মেয়েদের সার্বক্ষণিত নজরে রাখতে হবে। বক্তারা আরো বলেন, এই বিদ্যালয় আপনাদের, যারা বিদ্যালয় প্রতিষ্ঠাতায় ভুমিকা রেখেছেন তাদের ঋণ কখনো শোধ করা যাবেনা।