আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দিপপাড়া এলাকায় ভূমি বিরোধের জেরে প্রকাশ্য দেশি অস্ত্র দিয়ে বৃদ্ধ মৌলানা নুরুন্নবী(৬০)র উপর হামলার প্রতিবাদে গুন্দীপপাড়া সচেতন সমাজের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৪ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর গুন্দ্বীপ পাড়া আষ্টমাঝির ঘাটা এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়ে বক্তব্য রাখেন,এডভোকেট এমরানুল হক বাবুল,আবদুর রহিম, নুর মোহাম্মদ,আবদুল হালিম, নেজামুল হক, একরামুল হক, হারুনুর রশিদ, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন, মো. বাবুল ও মো. হান্নান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবুল বশর ও মৌলানা নুরুন্নবীর মধ্যে বিরোধ চলে আসছে। স্থানীয় ভাবে ঘটনাটি সমাধানও করা হয়েছে। কিন্তু গত মঙ্গলবার ভোরে আবুল বশর লোকজন নিয়ে পরিকল্পিতভাবে দেশি অস্ত্র দিয়ে বয়োবৃদ্ধ মৌলানা নুরুন্নবীর উপর হামলা করে মারাত্ত্বক ভাবে আহত করে। নুরুন্নবী বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যু শয্যায় কাতারাচ্ছে। আমরা এঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবী করছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম জানান, জায়গাজমি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। হামলার ঘটনার পর দুই পক্ষই থানায় মামলা দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।