আনোয়ারায় নিজ বসত ঘর নির্মাণ করার সময় প্রতিপক্ষের দায়ের কোপে মো. ইউসুফ(৩২) নামে এক যুবক গুরুতর আহত হয়। আহত ইউসুফকে স্বজনরা উদ্ধার করে আনোয়ারা হাসাপতালে ভর্তি করায়। শনিবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকার নোয়াবাড়িতে এ ঘটনা ঘটে। ইউসুফ স্থানীয় মৃত মো.লোকমানের ছেলে। এঘটনায় প্রতিপক্ষের মো. শাহজাহান(৩৩),মো. মিজান(২২) ও মো মান্নান(২৭) তিন সহোদরকে অভিযুক্ত করে আনোয়ারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা স্থানীয় জাগির হোসেনের পুত্র। পুলিশ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউসুফ নিজ ভিটায় বসত ঘর নির্মান করার সময় প্রতিপক্ষদের সাথে তর্কাতর্কি হয় একপর্যায়ে তারা ধারালো দা-ছুরি নিয়ে ইউসুফের উপর হামলা করে, এতে ইউসুফ মাটিতে লুঠিয়ে পড়লে স্বজনরা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করায়।
স্থানীয় চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ বলেন, ঘটনাটি দুঃখজনক,আমি তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, মারামারির ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।