আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রচারে একের পর এক চমক সৃষ্টি করছেন মাইক প্রতীকের প্রার্থী প্রদীপ দত্ত। তিনি তরুণ ও যুবকের পাশাপাশি বৃদ্ধদের নিয়ে নির্বাচনী প্রচারে নেমে মানুষের মাঝে এ চমক সৃষ্টি করেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তার প্রচারণা চলে। হিন্দু, মুসলিমের পাশাপাশি বৌদ্ধু ধর্মের লোকজনও তার সাথে প্রচারে নেমেছে।
ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রদীপ দত্ত বলেন, আমি নির্বাচিত হলে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠা করব। যে কোন সময় মানুষ সমস্যা নিয়ে আমার কাছে আসতে পারবে। আমি শাসক নয় মানুষের সেবক হিসেবে থাকব। শিক্ষা ও বেকারত্ব সমস্যা সমাধানে গুরুত্ব দেব। আনোয়ারাকে আধুনিক স্মার্ট উপজেলায় রূপান্তরে চেষ্টা করব।
প্রসঙ্গত, আগামী ২৯ মে আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৬ জন ও মহিলা ভ্ইাসচেয়ারম্যান পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করচে। উপজেলার ১১টি ইউনিয়নের ৭৪টি ভোট কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটার সংখ্যা রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ২৩ হাজার ৮৮৮জন এবং মহিলা ১ লাখ ৯ হাজার ২২১জন।