আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

আনোয়ারায় দশ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ ০৭:০৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারায় জাফর(৫০) নামে ১০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদে আনোয়ারা থানার এএসআই রেজাউল করিমের নেতৃত্ব অভিযান চালিয়ে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের নিজ বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাফর (৫০) উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া এলাকার নবী হােসেনের পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি মামলায় আদালত ১০ বছরের সাজা ও ২০ হাজার টাকা জরিমানা করে।

 

আনায়ারা থানার ওসি সােহেল আহমেদ বলেন, আদালত ১০ বছরের কারাদণ্ড দিলে আসামী জাফর ৩ বছর ধরে পলাতক থাকে। সোমবার রাতে গোপন সংবাদে সে বাড়ি আসার খবর পেয়ে অভিযান চালিয়ে বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়।