আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

আনোয়ারায় জোনাকী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : শুক্রবার ৮ ডিসেম্বর ২০২৩ ০৫:২৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
জোনাকী মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা

আনোয়ারায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘জোনাকী ফাউন্ডেশন’ এর জোনাকী মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় থেকে ১১ টায় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুলের প্রথম থেকে দশম শ্রেণির ১ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। পরীক্ষায় কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন ডা: মুহিদুল ইসলাম চৌধুরী ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন জামশেদুল ইসলাম। পরীক্ষার কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে জোনাকী মেধাবৃত্তি ২৩ এর পরিচালনা কমিটি। এসময় উপস্থিত ছিলেন, মাষ্টার ইয়াকুব, ইস্কান্দার হিরু, ওবায়দুল হক টিটু প্রমুখ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন বিভিন্ন সামাজিক সংগঠনসহ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জোনাকী ফাউন্ডেশনের  চেয়ারম্যান ডা: রাশেদুল আলম বলেন, জোনাকী ফাউন্ডেশন ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছায় রক্তদান, ফ্রি চিকিৎসা ক্যাম্প, মেধাবৃত্তি পরীক্ষা, বন্যার্থদের সহযোগিতা ও শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এসব মানবিক কাজগুলো আগামীতেও অব্যাহত থাকবে।