আজ রবিবার ১ ডিসেম্বর ২০২৪, ১৭ই অগ্রহায়ণ ১৪৩১

আনোয়ারায় কিশোরদের নিয়ে কৈশোর মেলা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : সোমবার ১১ মার্চ ২০২৪ ১২:৫২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
বঙ্গবন্ধু ও নৃত্য অভিনয় করছে কিশোর কিশোরিরা

আনোয়ারায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা,গান, নৃত্য, অভিনয় ও মিনি ম্যারাথন দৌঁড় ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী এনজিও সংস্থা প্রত্যাশার আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায়  রবিবার দুপুরে উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কিশোর-কিশোরিদের নিয়ে এ মেলার অনুষ্ঠিত হয়। ইউপি সচিব মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সমাজকর্মী মো. আরমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, প্রত্যাশীর আঞ্চলিক ব্যাবস্থাপক সুজন দে। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য মো. নুরুল হক, উপজেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক মৌসুমি আইচ, সাংবাদিক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।

মেলায় আনোয়ারা সদর ইউনিয়ন, বারশত ইউনিয়ন, বটতলী ইউনিয়ন,  বরুমচড়া ইউনিয়ন ও জুঁইদন্ডী ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা অংশ গ্রহন করেন।অনুষ্ঠানে বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা গান, নৃত্য ও একক অভিনয় করেন। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।