“উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই শ্লোগান নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক ওসমান গণি চৌধুরীর সঞ্চালনায় এতে মুখ্য আলোচক ছিলেন দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা ২ কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান চৌধুরী , বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা আবদুল খালেক শওকী, সাবেক প্রধান শিক্ষক অমিরুজ্জামান, এরফানুল হক চৌধুরী, সাংবাদিক নুরুল ইসলাম প্রমুখ।