আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

আনোয়ারা আদালতে বিচারাধীন ভুমি দখল করে বেড়া নির্মাণ

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা : | প্রকাশের সময় : রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ০৪:৪৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের আদালতে বিচারাধীন একটি ভূমি দখলের চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। এসময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের হামলার ঘটনাও ঘটেছে। রবিবার ভোর সাড়ে পাঁচটায় বটতলী ১ নং ওয়ার্ডের দোভাষীর বাড়িতে এঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় কামাল আহমদের পুত্র মুসলিম রহমান, মোজাফফর রহমান, ফরিদুর রহমান,মোরশেদ রহমান, আবু তাহেরসহ অজ্ঞাত আরো ১৬-১৭ জনকে অভিযুক্ত করে স্থানীয় আইয়ুব আলীর পুত্র মোহাম্মদ মামুন বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এঘটনায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাদী মোহাম্মদ মামুন বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে চট্টগ্রাম অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা বিচারাধীন রয়েছে। রবিবার ভোরে আসামীরা ওই জমি দখল করতে আসলে আমি তাদের বাধা দিয়। এসময় তারা আমার উপর হামলা করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, ভূমি দখলের অভিযোগ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় অভিযুক্তরা পালিয়ে যায়। আদালতের রায় ছাড়া কাউকে ওই জমি দখল করতে দেওয়া হবেনা।