আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা মঙ্গলবার বিকালে উপজেলা সদরস্ত একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, সহ সভাপতি জাফর উদ্দিন চৌধুরীর, হরিপদ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান নোয়াব আলী, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, ছগীর আজাদ, ভূমি মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এড. ইমরান হোসেন বাবু, হাফেজ আবুল হাসান কাশেম, চেয়ারম্যানদের মাঝে আমিন শরীফ, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, এম.এ কাইয়ুম শাহ, অসীম কুমার দেব, হাসনাইন জলিল শাকিল, মাষ্টার মোহাম্মদ ইদ্রিস, আজিজুল হক বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিদুয়ানুল হক রহিমসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদকরা।
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে দলের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে বিজয়ী করতে সার্বিক প্রস্ততি ও দিক নির্দেশনা প্রদান করা হয়।