লোহাগাড়ায় আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম ব্যাচ ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটে মাঠে এ নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলামিস্ট মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, নোমান গ্রুপের উপদেষ্টা ও সাদ গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, আমরা মানুষের কল্যাণে কাজ করি। বর্তমানে বিশ্বের সাথেে তাল মিলিয়ে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে পরিটেকনিক ইননস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। দেশের শিল্প প্রতিষ্ঠানে কারিগরির শিক্ষার্থীদের ব্যাপক চাহিদা। তাই এই প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এখানের শিক্ষার্থীরা আমার শিল্প প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ রয়েছে।
আমন্ত্রিত মেহমান ছিলেন নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাতুন, সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা, নোমান গ্রুপের ডিএমডি আবদুল্লাহ মুহাম্মদ জোবাইর সিআইপি।
স্বাগত বক্তব্যে রাখেন আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ ইউনুচ, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভপতি, লায়লা-হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, আধুনগর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা মোঃ খালেদ জামিল, এডভোকেট মুুহাম্মদ ইলিয়াছ, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের দাতা সদস্য মোঃ আবু তাহের, সমাজসেবক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আমির হামজা, আধুনগর উচ্চ বিদ্যালয়েৃড় প্রধান শিক্ষক ফজলুল কাদের, দাতা সদস্য মো. নুরুচ্ছাফা, ব্যবসায়ী তরুণ সংগঠক মুহাম্মদ আবু সিদ্দিক।