আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

আট লেন হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আগামী বছরই কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ ০৯:০৪:০০ পূর্বাহ্ন | জাতীয়

 

রফতানিমুখী চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ মহাসড়কে যান চলাচল। টু লেন থেকে ফোর লেনে উন্নীত করার সময় এ মহাসড়কে প্রতি বছর যান চলাচল বাড়ার হার নিয়ে যে সমীক্ষা করা হয়েছিলো, তা অতিক্রম করেছে অনেক আগেই।

 

রফতানিমুখী চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এ মহাসড়কে যান চলাচল। টু লেন থেকে ফোর লেনে উন্নীত করার সময় এ মহাসড়কে প্রতি বছর যান চলাচল বাড়ার হার নিয়ে যে সমীক্ষা করা হয়েছিলো, তা অতিক্রম করেছে অনেক আগেই।

 

 

২০১৬ সালে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার সমীক্ষায় ২০২৬ সালে এ মহাসড়কে দৈনিক ২২ হাজার যান চলাচল করবে বলে ধারণা করা হয়েছিল। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জরিপে বলা হয়েছিল, ২০২২ সালে প্রতিদিন ২৬ হাজার যান চলাচলের কথা।

 

তবে পরিকল্পনা কমিশনের এ সংক্রান্ত সর্বশেষ জরিপ অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক যান চলাচলের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩০ হাজার।

 

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান বলেন, এ মহাসড়কে যান চলাচলের সংখ্যা নিরূপণে তিন চার বছর পরপর স্টাডি করা হয়। এছাড়া টোলঘর থেকেও প্রাপ্ত তথ্য কাজে লাগানো হয়। বর্তমানে প্রতিদিন ৩০ হাজারের বেশি যানবাহন চলাচল করছে এ মহাসড়কে। তবে আগামী তিন চার মাসের মধ্যেই নতুন জরিপ করা হবে।

 

মনোযোগ বেশি পেয়েছে অন্যান্য মহাসড়ক প্রকল্প

২০১৬ সালে উদ্বোধন হওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ফোর লেনে উন্নীত করতে খরচ হয়েছিল ৩ হাজার ৭৯০ কোটি টাকা। এ প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে ২৩টি সেতু, ২৪২টি কালভার্ট, ৩টি রেলওয়ে ওভারপাস, ১৪টি সড়ক বাইপাস, ২টি আন্ডারপাস, ৩৪টি স্টিল ফুটওভার ব্রিজ এবং ৬১টি বাস-বে।

 

তবে এরপর থেকে গত ৮ বছরে সড়ক যোগাযোগ উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বদলে গুরুত্ব পেয়েছে অন্যান্য মহাসড়ক। রাজধানীর সঙ্গে পদ্মা সেতুকে সংযুক্তকারী ৫৫ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে নির্মাণে খরচ হয়েছে প্রায় ১১ হাজার কোটি টাকা। ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত উত্তরাঞ্চলগামী মহাসড়কের ৭০ কিলোমিটার ফোর লেনে উন্নীত করতে খরচ হয়েছে ৬ হাজার ১৬৮ কোটি টাকা। অন্যদিকে ১৬ হাজার ৬৬২ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীত করার কাজ চলছে। এছাড়া ১৭ হাজার কোটি টাকায় ২০৯ কিলোমিটার দীর্ঘ ঢাকা-সিলেট মহাসড়ককেও ফোর লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে

 

চার লেনে উন্নীত হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলের হার বেড়েছে আগের থেকে অনেক বেশি। পাশাপাশি মহাসড়কটি তৈরির সময় ডিজাইনগত ত্রুটির কারণে মহাসড়ক সংলগ্ন বিভিন্ন মোড় ও বাসস্ট্যান্ডে তৈরি হচ্ছে অসহনীয় যানজট। এতে ঢাকা থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত রফতানি পণ্য পৌঁছাতে বিপত্তিতে পড়ছেন দেশের ব্যবসায়ী ও শিল্প মালিকরা। যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের রফতানি বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে।

 

এ অবস্থার অবসানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের দাবি তোলেন ব্যবসায়ীরা। মহাসড়কটির অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে ব্যবসায়ীদের দাবির মুখে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে উদ্যোগী হয় সরকার। নানান প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পের প্রস্তাবও তৈরি করেছিলো সড়ক ও জনপথ বিভাগ। এক্সপ্রেসওয়ের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ৩৭ হাজার কোটি টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশা বাবদ খরচ করা হয় ১০০ কোটি টাকা। তবে শেষ পর্যন্ত ২০২১ সালে এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রকল্পকে পরিত্যক্ত ঘোষণা করে সরকার।

 

এক্সপ্রেসওয়ের বদলে প্রশস্ত করা হচ্ছে মহাসড়ক

 

এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রকল্প বাতিল ঘোষণা করা হলেও যানবাহনের চাপ এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ঘিরে সরকারের নেয়া নানা মেগা উন্নয়ন প্রকল্পের বাস্তবতায় ফের সামনে উঠে আসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আরও প্রশস্ত করার বিষয়টি। বিশেষ করে চট্টগ্রামের মীরসরাইয়ে হতে যাওয়া অর্থনৈতিক অঞ্চল এবং কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে ঘিরে আন্তঃদেশীয় যান চলাচলের বাস্তবতা তৈরি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম করিডোরে একটি অত্যাধুনিক ও প্রশস্ত মহাসড়ক নির্মাণ হয়ে ওঠে সময়ের দাবি।

 

 

এ পরিস্থিতিতে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত ২৩২ কিলোমিটার মহাসড়ককে প্রশস্ত করার প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে শুরু হয়েছে মহাসড়কটির নকশা ও সমীক্ষার কাজ। যার কাজ শেষ হবে ২০২৪ সালের মার্চ মাসে। এর পর জুনের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরির পর আগামী বছরের শেষ নাগাদ দৃশ্যমান হবে মহাসড়ক নির্মাণের মূল কাজ।

 

সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান সময় সংবাদকে বলেন, অচিরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু হবে। বর্তমানে ডিজাইনিং চলছে। আগামী বছর আমরা ডিপিপি তৈরি করে কাজ শুরু করে দেবো। ডিজাইন নির্মাণ প্রকল্পেরই অংশ। ডিজাইন করার পরপরই এর অবকাঠামো নির্মাণ কাজ হবে।

 

আরও পড়ুন: অবশেষে চালু হচ্ছে বুড়িমারী এক্সপ্রেস, লালমনিরহাটে পৌঁছাল তিনটি কোচ

 

স্থানভেদে ছয় ও আট লেন, থাকছে উড়াল পথ ও টানেল

 

২০২৪ সালে শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে মহাসড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার প্রত্যাশা করছে সড়ক ও জনপথ বিভাগ। স্থানভেদে কোথাও ছয় লেন, কোথাও আট লেনে উন্নীত করা হবে এ মহাসড়ক। বিদ্যমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের ঘনবসতিপূর্ণ এলাকার কথা বিবেচনা করে নতুন জমি অধিগ্রহণ যতটা সম্ভব কম করে পূর্বের অধিগ্রহণ করা জমির ওপরই মহাসড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করার ওপর জোর দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। এজন্য আধুনিক ডিজাইনের নকশা প্রণয়নের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।

 

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের ঘনবসতিপূর্ণ স্থানে কীভাবে এ ছয় লেন কিংবা আট লেন বাস্তবায়ন হবে, সে ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান বলেন, ‘এখন ডিজাইনিং কনসেপ্টে অনেক পরিবর্তন এসেছে। প্রয়োজন অনুযায়ী কোথাও ওভারপাস হবে। আবার কোথাও টানেল, কোথাও ইন্টারচেঞ্জ হবে। কোনো কোনো জায়গায় জমি অধিগ্রহণের প্রয়োজন হতে পারে। তবে আমরা আগের অধিগ্রহণ করা জায়গার মধ্যেই এটা সম্পন্ন করার চেষ্টা করছি।’

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মতোই হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

 

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী সময় সংবাদকে জানান, আগামী বছরের মার্চের মধ্যে ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হবে। এরই মধ্যে এই প্রকল্পে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে দাতা সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক (এআইআইবি)। আগামী বছরের মার্চের মধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষ হলে জুনের মধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরির পর আগামী বছরের শেষ নাগাদ এর নির্মাণ কার্যক্রম শুরু হবে। প্রথমে এই মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার প্রকল্প নেয়া হলেও পরবর্তীতে যেন ৮ লেনে উন্নীত করা যায় সে ব্যাপারেও ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা হবে। পদ্মা সেতুকে সংযুক্তকারী ঢাকা-মাওয়া-ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মতোই হবে এই নতুন মহাসড়ক।

 

 

ভবিষ্যতে মহাসড়ক প্রশস্ত করার সুযোগ রেখে সমীক্ষা

এরই মধ্যে মহাসড়কে অতিরিক্ত গাড়ি চলতে শুরু করেছে। মাতারবাড়ি বন্দর ও মীরসরাই অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি চালু হলে যান চলাচল আরও বাড়তে পারে। এ বিষয়টি সমীক্ষা ও নকশায় স্থান পেয়েছে উল্লেখ করে এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, বর্তমান মহাসড়কের কিছু স্থান যেমন - বাসস্ট্যান্ড, গ্রোথ সেন্টার ছাড়া কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেক স্থানেই যান চলাচল সক্ষমতা বিরাজ করছে। তবে যে স্থানগুলোতে ক্যাপাসিটি আরও বাড়াতে হবে সেই স্থানগুলোর কথা মাথায় রেখেই ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে।