ফটিকছড়ি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাজেদা ছাফা (৭০) ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহির রাজিউন)। দীর্ঘ দিন ধরে জঠিল রোগে ভোগে ১৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৯টায় গোপালগাট্টাস্থ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আহাম্মদ ছাফা, ২ পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন লেলাং ইউপির মহিলা সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বৃহস্পতিবার আছর নামজের পর উত্তর গোপালগাট্টা শহীদ প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন হয়।
উল্লেখ্য, মরহুমা সাজেদা ছাফা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-বাংলাদেশ) এর সাবেক নির্বাহী সদস্য ও পাক্ষিক মাঠের লড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক এবং চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক এর বড় বোন। আওয়ামীলীগ নেত্রী ও মুক্তিযোদ্ধা আহমদ ছাফার স্ত্রী সাজেদা ছাফার মৃত্যুতে চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল, ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক পরিষদের সভাপতি মহসীন কাজী, সাংবাদিক আহসান রিটন, ফটিকছড়ি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম রহমান, সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী,
ফটিকছড়ি ইউপি চেযারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, লেলাং মুক্তিযোদ্ধা সংসদ এবং ফটিকছড়ি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।