রাউজানের বাগোয়ান ইউনিয়নে জেসমিন আক্তার ইভা (১৩) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে এক নম্বর ওয়ার্ডের ফকির বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইভা ওই এলাকার মো. সোলাইমানের মেয়ে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, বৃহস্পতিবার রাতে মায়ের সঙ্গে অভিমান করে ইভা আত্মহত্যা করে বলে জানতে পেরেছি। রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।