আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

মন্দির-মণ্ডপে হামলা মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত

Author Minhaj Uddin | প্রকাশের সময় : সোমবার ১৮ অক্টোবর ২০২১ ০৭:০৯:০০ পূর্বাহ্ন | জাতীয়

ঢাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মন্দির-মণ্ডপসহ হিন্দুদের বাড়িঘরে হামলা চালিয়ে মুক্তিযুদ্ধ তথা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনার ওপর আঘাত করেছে একটি চক্র। এ চক্রটি দেশকে ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করতে চায়।

আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ‘সাম্প্রদায়িক অপশক্তি রুখে দাঁড়াও’ শিরোনামের এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে সাংবাদিক নেতারা এসব মন্তব্য করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা–সহিংসতার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।