আজ শনিবার ৯ ডিসেম্বর ২০২৩, ২৫শে অগ্রহায়ণ ১৪৩০

৩ আসনে নৌকার প্রার্থী হতে মনোনয়ন জমা দিয়ে গেলেন সাকিব

ঢাকা অফিস : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ ০৪:৩১:০০ অপরাহ্ন | রাজনীতি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আজ মঙ্গলবার দুপুরে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

 

গত শনিবার দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন জাতীয় দলের এই ক্রিকেটার। তাঁর পক্ষ থেকে একজন প্রতিনিধি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।