দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসীন চৌধুরী রানা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সারা দেশের কৃষকদের সাথে মতবিনিময় সভা করছি। এর মাধ্যমে কৃষকের সুখ দুঃখের কথা, কৃষকের অভিযোগ গুলো আমরা সরাসরি জানতে পারব। বিগত হাসিনা সরকার কৃষকদের নামে “একটি বাড়ি একটি খামার প্রকল্পে”র নামে লুটপাট করেছে। প্রকৃত কৃষকরা এই প্রকল্প থেকে কিছুই পাননি। রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা এখন মাঠে ময়দানে নেমেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে আমরা কৃষকদের জন্য কাজ করব। তিনি আরো বলেন,বিগত স্বৈরাশাসক দেশকে লুটেপুটে খেয়ে গেছে, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে হয়রানি করেছে কিন্তু আমাদের দমাতে পারেনি। আগামীতে আমরা কৃষকদের সাথে নিয়ে আমরা দেশ গঠনে কাজ করব।
"যারা জোগায় অন্ন,আমরা লড়ছি তাদের জন্য" শ্লোগানে বৃহস্পতিবার বিকালে উপজেলার সরকার হাট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আনোয়ারায় উপজেলা কৃষক দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন সুমনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খাঁন এবং আনোয়ার হোসেন যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমদ।
বিশেষ অতিথি ছিলেন,দক্ষিণ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এম. শফিউল করিম শফি, মাহাবুবুল আলম পারভেজ। এসময় বক্তব্য রাখেন, যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী,নুরুল ইসলাম,ইউসুফ মিয়া, সাইফুদ্দীন সোহেল,নুরুল ইসলাম সাও,রাসেল, ইলিয়াছ, সদস্য মতিন, সোলাইমান, শাহরিয়ার, আরাফাত, পারভেজ,শিফাত, কলিম উদ্দিন, জামশেদ,ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম, মো. রাকিব ও ইমন।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাংগঠনিক নেতা ছাড়াও কর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হন।