আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

হাটহাজারী মাদ্রাসার সামনে বাংলাদেশ কওমী ছাত্র সমাজের মিছিল

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী: | প্রকাশের সময় : শুক্রবার ২ অগাস্ট ২০২৪ ০৭:৪৮:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দেশ ব্যাপী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে হঠাৎ হাটহাজারী মাদ্রাসা থেকে বাংলাদেশ কওমী ছাত্র সমাজের নামে শতাধিক ছাত্র চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের দাড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন। এরপর তারা মাদ্রাসায় চলে যায়। তারা মহাসড়ক প্রায় ২০/২৫ মিনিট বন্ধ রেখে স্লোগান দেন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের দিকে রাস্তায় জড়ো হয়। 

 

এ সময় ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি করে আরও বলেন, আমরা সব সময় ছাত্রদের পক্ষে কথা বলি। তারপর ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। পরবর্তী কর্মসুচির জানানো হবে বলে তারা সবাই মহাসড়ক ছেড়ে মাদ্রাসায় চলে যায়। 

মহাসড়কে গাড়ি চলাচল প্রায় ২০/২৫ মিনিট বন্ধ থাকায় তীব্র যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়ে পথচারী সাধারন জনগন।