আজ বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫, ১৯শে পৌষ ১৪৩১

হরতাল-অবরোধের নামে বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেয়া হবে: এম এ সালাম

হাটহাজারী প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৫ নভেম্বর ২০২৩ ০৭:২৭:০০ অপরাহ্ন | রাজনীতি
চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন এম এ সালাম

বিএনপি-জামায়াত কর্তৃক ঘোষিত হরতাল ও অবরোধের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৫ নভেম্বর) দুপুরে বাসস্ট্যান্ড চত্বরে সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে ও আবু সাঈদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার আর কোনো সুযোগ নাই, জনগণ বুঝে গেছে কারা উন্নয়নের পক্ষে আর কারা দেশের অরাজকতা ও বিশৃঙ্খলার পক্ষে‌‌। হরতাল আর অবরোধের নামে কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দিদার। আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য দিদারুল আলম, মোঃ সেলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, ছাত্রলীগ নেতা মোঃ কলিম , চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আবু লাইছ, সাইফুদ্দিন চৌধুরী রোটন, এস এম মোরশেদ আলম চৌধুরী, নাসির হায়দার করিম বাবুল, আকতার হোসেন, অধ্যাপক নাজমুল হুদা মনি, সৈয়দ নুরুল আলম, ত্রিদীপ বড়ুয়া, দাউদ খান আকাশ, জামাল উদ্দিন, রোকন উদ্দিন চৌধুরী, লায়ন রিমন মুহুরী, দুলাল দে, উদয় সেন, মোঃ ইলিয়াছ, মোঃ হাবিব, মোঃ আলাউদ্দিন, সৈয়দ মোঃ বয়ান, আরিফুল ইসলাম রাসেল, শামীমা আকতার লাভলী, আয়েশা রুমা, কলি বেগম, মোঃ কামাল উদ্দিন,শ‌ওকত ওসমান, মোঃ ইয়াছিন,রহমত আলী বাবু প্রমুখ। সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।