আজ শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

স্মার্ট উপজেলা পরিষদ গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হকের

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা : | প্রকাশের সময় : শনিবার ১৮ মে ২০২৪ ০৯:২২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

নির্বাচিত হলে আধুনিক স্মার্ট উপজেলা করার চেষ্টা করব, বেকরত্ব দূরীকরণ ও মানুষের সেবা নিশ্চিত করব। মানুষের খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তাসহ মৌলিক ও মানবিক চাহিদাগুলো নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, ভূমিদস্যু, কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে উদ্যোগ গ্রহণ ও পারস্পারিক সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে কাজ করবেন বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের প্রার্থী কাজী মোজাম্মেল হক।

 

শনিবার (১৮ মে) বিকেলে চাতরী চৌমুহনী বাজারে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রার্থী কাজী মোজাম্মেল হক বলেন, নির্বাচিত হলে উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত, কার্যকর ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। নারী শিক্ষা ও বেকারত্বকে অগ্রাধিকার দিয়ে সার্বিক উন্নয়নের জন্য কাজ করা হবে। এলাকার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দুস্থ মুক্তিযোদ্ধার পরিবার ও প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দিয়ে তাদের উন্নয়নে ভূমিকা রাখব।

এসময় তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, তাঁর এই পরিকল্পনাকে এগিয়ে নিতে হলে তাঁকে নির্বাচনে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সকল ভয় ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।