ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থমকে যায় দেশের সব থানার কার্যক্রম। পুলিশের ওপর হামলা হয়, লুটপাট-অগ্নিসংযোগ করা হয় থানায় থানায়। আতঙ্কে গা-ঢাকা দেন পুলিশ সদস্যরা। অবশেষে পাঁচদিন পর সেনাবাহিনীর সহায়তায় সাতকানিয়া থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সকাল থেকে সাতকানিয়া থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাদের কাজে যোগদান করতে শুরু করলে সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা থানার কার্যক্রম শুরু করেছি। যে সকল ভুক্তভোগী থানায় আসছেন তাদেরকে সেবা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরাও যেকোনো প্রয়োজনে আমাদের পাশে থাকবেন বলে জানিয়েছেন।
এদিকে থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে। তারা জানান, পুলিশের কার্যক্রম না থাকায় অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে সাতকানিয়া। সেখানে যে যেমন পারছে চাঁদাবাজি পূর্ণাঙ্গভাবে থানা পুলিশের কার্যক্রম শুরু হওয়া দরকার।