আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুণ্ডে মাথা গোঁজার ঠিকানা পেলেন ৩৮ পরিবার

ইলিয়াছ ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ ০৭:৫৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সারা দেশে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ওই ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় ওই ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারদের তৃতীয় দফায় ভূমিসহ গৃহ প্রদান অনুষ্ঠানের অংশ হেসেবে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন আয়োজিত ২৬২২৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর অনুষ্ঠান বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে সীতাকুণ্ড উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের বাড়িতে এবার মাথা গোঁজার ঠিকানা হয়েছে দুস্থ-অসহায় ৩৮টি পরিবারের। এই ঘরে জীবনের গল্প পরিবর্তনের পাশাপাশি ভাসমান জীবনের লজ্জা ঘুচে যাওয়ার স্বপ্ন দেখছে সুবিধাভোগী পরিবারগুলো। তৃতীয় দফায় এসব ঘর নির্মাণ করা হয়েছে উপজেলার জঙ্গল সলিমপুর সিডিএ এলাকায়।

 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সীতাকুণ্ড সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও কৃষিবীদ মো: হাবিবুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, সলিমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দীন আজীজ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন প্রমুখ।