আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৩ আসামী গ্রেফতার

নূরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৩২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই প্রবীন দেব সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত মঞ্জুর আলমকে তাহার নিজ বাড়ি হইতে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের আফজলনগর আনু ক্যাপ্টেনের বাড়ীর মোঃ ইব্রাহীমের ছেলে।

এসআই মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত নুর আয়শা (২২)কে নিজ বাড়ি হইতে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার বাজালিয়া ইউনিয়নের বাকরালি বিল এলাকার রশিদ আহমদের মেয়ে।

এএসআই মোঃ নিজাম মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নিঃ দমন মামলার পরোয়ানা ভুক্ত মোঃ আবদুচ ছবুরকে নিজ বাড়ি হইতে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ঢেমশা ইউনিয়নের গোয়াজর পাড়া,বটতল (সাজুনী বর বাড়ীর মৃত মনির আহমদের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।