সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই প্রবীন দেব সঙ্গীয় অফিসার সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া কেঁওচিয়া ইউনিয়নের লালপুল এবং পাঠানীপুল এর মাঝখানে NBM ব্রিক ফিল্ডের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে ২০৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ দেলোয়ার হোসেন(২৫), ও মোঃ দেলোয়ার হোসেন (৩৫),কে গ্ৰেফতার করা হয়।মোঃ দেলোয়ার হোসেন (২৫) হল, সাতকানিয়া থানার কালিয়াইশ ইউনিয়নের ৩নং ওয়ার্ড (মোতালেব মেম্বারের বাড়ির) জামাল হোসেন প্রঃ মনু মিয়ার ছেলে, অপরদিকে মোঃ দেলোয়ার হোসেন (৩৫) হল, সাতকানিয়া থানার খাগরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড (চৌকিদারবাড়ির) আলী আহম্মদের ছেলে, এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ০২, তারিখ-০১/০৪/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(খ) রুজু করা হয়।এসআই মোঃ খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজপাড়া কালা মিয়া সওদাগরের বাড়ীর সামনে রাস্তার উপর হইতে ২টি চোরাইকৃত অটোরিক্সা উদ্ধার,ও ৩ অটোরিক্সা চোরকে গ্ৰেফতার করিতে সক্ষম হয়।তারা হলেন মোঃ রাসেল(৩২), আবদুল মজিদ (১৯), মোঃ তারেক (১৯), মোঃ রাসেল (৩২) হল সাতকানিয়া থানার খাগরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড (আমির বক্স মেম্বার বাড়ীর) মৃত আমির বক্সের ছেলে, আব্দুল মজিদ(১৯) হল সাতকানিয়া থানার খাগরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড (মঝিলের বাপের বাড়ীর) মৃত নুর ইসলামের ছেলে, মোঃ তারেক(১৯) হল চন্দনাইশ থানার পূর্ব দোহাজারী, খিল্লা পাড়া, ৭নং ওয়ার্ডের আবু সাদেকের ছেলে, এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ০৩,তারিখ-০২/০৪/২০২৩খ্রিঃ, ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। এএসআই মোঃ নিজাম মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ওমর ফারুক,প্রঃ ফারুককে গ্ৰেফতার করা হয়, সে সাতকানিয়া থানা সাতকানিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড সাম চৌধুরী পাড়া, উককুর মহাজন বাড়ির বাদশা মিয়া সওদাগর সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।