আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়ার দু’ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ আহত-১৫

সাতকানিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৫ জানুয়ারী ২০২২ ০৮:০০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
সাতকানিয়ার সোনাকানিয়ার নৌকার প্রার্থীর ভাই আহত খোরশেদ আলম। পাশে সতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার গাড়ী ও মাইক ভাংচুরের একাংশ।

চট্টগ্রামের সাতকানিয়ার ১৬টি ইউপি নির্বাচনকে সামনে রেখে গত রবিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর সোমবার বিকালে প্রচারণার প্রথম দিনে উপজেলার সোনাকানিয়ার গারাংরাগিয়া বদর সিকদার পাড়া এলাকায় আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী জসিম উদ্দীন ও বিদ্রোহী প্রার্থী সেলিম উদ্দীন চৌধুরীর (মোটরসাইকেল) প্রাথীর দু’চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এতে মোটরসাইকেল, সিএনজিসহ অন্তত ২৫/২২টি গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।  আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, হলেন নৌকার প্রার্থীর ছোট ভাই খোরশেদ (৪০), বিদ্রোহী প্রার্থী মো. সেলিম উদ্দিন চৌধুরী(৩৬), তাঁর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরী (৩২), মকসুদুর রহমান (৫০), আমানুল হক (২৮), হোসাইন মোহাম্মদ (৩২), মোহাম্মদ ফারুক হোসেন (৩৫), আবু সাঈদ হাসান (৩২), আব্দুল গফুর (৫২), সেলিম উদ্দীন। বিদ্রোহী প্রার্থী মো. সেলিম উদ্দিন চৌধুরী  বলেন, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গারাংগিয়ার বড় হুজুর ও ছোট হুজুরের কবর জিয়ারত শেষে গাড়িবহর নিয়ে প্রচারণায় বের হয়েছি। বদর সিকদারপাড়া এলাকায় পৌঁছালে নৌকার প্রার্থীর সমর্থরা তাদের উপর হামলা চালায়। এসময় তাদের কর্মীরা আহত হয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী জসিম উদ্দীনের ভাই খোরশেদ বলেন, বিদ্রোহী প্রার্থী সেলিম চৌধুরীর নেতৃত্বে আমাদের প্রচারণার গাড়িতে হামলা চালানো হয়। এতে তিনিসহ, আরো কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার বিষয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।