আজ শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

সন্দ্বীপে নারী প্রগতি সংঘের ইয়ুথ সদস্যদের প্রশিক্ষন

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫ ০৫:২৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ কেন্দ্রের উদ্যেগে সংস্থার এনাম নাহার কার্যালয়ে ৮ ও ৯ জানুয়ারী ২০২৫ দুইদিন ব্যাপী  ইয়ুথ সদস্যদের অংশগ্রহণে জেন্ডার এবং সামাজিক রূপান্তর, বৈষম্যহীনতা, স্বেচ্ছাসেবিতা, ইহজাগতিকতা এবং বৈচিত্র্যের উপর প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের ১০ টি ইয়ুথ দলের ৩০ জন যুব নেতা অংশগ্রহণ করেন। প্রশিক্ষনে মূল আলোচ্য বিষয় ছিল জেন্ডার ন্যায্যতা ও সমতা, ক্ষমতা ও ক্ষমতায়ন, জেন্ডার সমতা তৈরিতে যুব সমাজের করণীয়, জেন্ডারভিত্তিক সহিংসতা বিশ্লেষণ, যৌন হয়রানি ও নিপীড়ন থেকে নিজেদের রক্ষা করার উপায়, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে ইয়ুথ দলের করণীয়, অধিকার ও মানবাধিকার, নাগরিকের সাংবিধানিক অধিকার, নারীর অধিকার, সমান নাগরিক অধিকার ভোগে করণীয়, প্রজননস্বাস্থ্য ও যৌনস্বাস্থ্য: কী ও কেন, যুব নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, বাল্যবিয়ে, কিশোরী মাতৃত্ব ও অন্যকাক্ষিত গর্ভধারণ থেকে সুরক্ষা পেতে করণীয়, বৈচিত্র্যময়তা কী, পরিবারে ও সমাজে ইহজাগতিক ও বৈষম্যহীনতা মূল্যবোধের চর্চার প্রয়োজনীয়তা, বৈচিত্রময় সমাজ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইয়ুথ সদস্যদের করণীয়, দলের সদস্যদের স্বেচ্ছাসেবী কার্যক্রম- প্রয়েজনীয়তা ও উদ্যোগ গ্রহন, পরিবর্তনকামী নেতৃত্ব অর্জনে যুব ও কিশোর-কিশোরীর কাজ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নেতার ভূমিকা। প্রশিক্ষনে মুল সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন বিএনপিএস উন্নয়ন কর্মকতা শাহিনা বেগম এবং কেন্দ্র ব্যবস্থাপক মোঃ শামসুদ্দীন।