সন্দ্বীপে ট্রাক ভটভটি সংঘর্ষে ভটভটি চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার ঘাট মাঝির হাটের পশ্চিমে সমলের পাশে এ ঘটনা ঘটে। নিহত ভটভটি চালকের নাম সাইফুল ইসলাম (৫২) তিনি গাছুয়া ১ নং ওয়ার্ডের হাইন্দের গৌ বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিক এর পুত্র। নিহত সাইফুল ইসলামের বাতিজা সুমন জানান আমার চাচার দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে,
সংঘর্ষে ভটভটি চালক নিহত হলে ও ট্রাক ড্রাইভার পালিয়ে যান। তার নাম ও পরিচয় জানা সম্ভব হয় নি। নিহত সাইফুল ইসলামের স্ত্রী এক মেয়ে ও ২ ছেলে রয়েছে, রাত ৯ টা পর্যন্ত তার লাশ সন্দ্বীপ থানায় রয়েছে বলে জানা গেছে। সন্দ্বীপ থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ভূইয়া বলেন ট্রাক ভটভটির সংঘর্ষের ১ জন নিহত হওয়ার খবর পেয়েছি, নিহতের পরিবার থেকে এখনো কোন অভিযোগ পায় নি, অভিযোগ পেলে আইনি ভাবে ব্যবস্হা নেয়া হবে।