চট্টগ্রামের সন্দ্বীপে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ‘প্রবাসী অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এ প্রতিপাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে প্রতিবছরের ন্যায় দিবসের শুরুতেই ছিল বর্ণাঢ্য র্যালি। র্যালিটির শেষে কারিগরি ট্রেনিং সেন্টারে আলোচনা সভার মাধ্যমে এ দিবস পালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আব্দুল আলীম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আজম, উপজেলা কৃষি অফিসার মারুফ হোসেন, কৃষি ব্যাংক ব্যবস্থাপক ও অফিসার্স ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান সুজন, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, পৌরসভা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্ট্রাক্টর প্রভাত কুমার এবং ছাত্র-ছাত্রীরা।