আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা প্রার্থী কে বিজয়ী করুন : বর্ধিত সভায় বক্তারা

শাহ মুহাম্মদ শফিউল্লাহ, বাঁশখালী : | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ জানুয়ারী ২০২২ ১০:৪২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বাঁশখালী পৌরসভার মেয়র পদে নৌকা মার্কার প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইনের সমর্থনে উপজেলা ও পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছলেহ উদ্দিন মনছুর, প্রধান বক্তা ছিলেন,

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী অর্থ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি,

 

সভায় আগামী ১৬ জানুয়ারি নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেয়াসহ কুচক্রী মহল থেকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়।

 

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নীল কন্ঠ দাশের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-  চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক জাফর আহমদ,

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য এস.এম রিয়াজ উদ্দিন চৌধুরী সুমন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছরওয়ার কামাল, বাঁশখালী পৌরসভার বর্তমান মেয়র সেলিমুল হক চৌধুরী, সাবেক মেয়র আলহাজ্ব ফখরুদ্দিন চৌধুরী,  মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, নৌকা মার্কার প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইন,  উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ পৌর এবং ওয়ার্ড কমিটি সভাপতি-সম্পাদকরা।

 

বর্ধীত সভায় বক্তারা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

নেত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

সভায় বক্তারা ১৬ জানুয়ারী বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।