আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সংঘর্ষের পর দুই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ৭ ফেব্রুয়ারী ২০২২ ১২:৫৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

দুইপক্ষের সংঘর্ষের জেরে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ছয় ও সাত নম্বর ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করা হয় বলে জানান তিনি।  

ঘটনাস্থলে উপস্থিত নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, খাগরিয়া গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগরিয়া ইউনিয়ন পরিষদ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচনী সরমঞ্জাম নিয়ে কেন্দ্র থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।  

খাগরিয়ায় ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৫২ এবং নারী ভোটার ৯ হাজার ৫৪৬ জন।